১৯৯৯ সালের পয়লা জানুয়ারি শুধুই কবিতা ও কবিতা বিষয়ক গদ্যের ত্রৈমাসিক হিসেবে আত্মপ্রকাশ ঘটেছিল স্বরান্তর-এর। বর্তমান সম্পাদক দ্বিজেন্দ্র ভৌমিক ও বর্তমান অন্যতম সহযোগী অরূপ রতন হালদার-এর যৌথ সম্পাদনায় ২০০৩ অবধি সাকুল্যে ৭টি সংখ্যা প্রকাশ ঘটেছিল তার। দীর্ঘ বারো বছর পর ২০১৫-র জানুয়ারি পত্রিকার পুনঃপ্রকাশ ঘটে ভিন্ন আঙ্গিকে। শুধু শমীন্দ্র ভৌমিক -কৃত নামাঙ্কনটির আজও উজ্জ্বল উপস্থিতি প্রতি সংখ্যার প্রচ্ছদে। যেহেতু কবিতাই নয়, সাহিত্য শিল্প সমাজ-সংস্কৃতি চর্চার সবকটি ক্ষেত্রই হয়ে উঠল ২০১৫-র পর থেকে পত্রিকার প্রকাশিত সংখ্যাগুলির বিষয়। তাই বর্ষ ১ সংখ্যা ১ দিয়েই শুরু হলো নতুন যাত্রা। পত্রিকা সমিতির বৈঠকে স্থির হলো প্রতি বছর জানুয়ারি মাসে শীত সংখ্যা ও জুলাই মাসে বর্ষা সংখ্যা প্রকাশ করা হবে।