বর্তমান সংখ্যা
প্রসঙ্গ পোস্টকলোনিয়ালিজম
ও ডিকলোনিয়ালিটি
ঔপনিবেশিকতা-উত্তর পঠন এখনকার পৃথিবীতে দু-টি ভাগে বিভাজিত। এই দুই মতবাদের মধ্যবর্তী ব্যবধান মূলত তাদের ভৌগোলিক অবস্থান, ঔপনিবেশিকতার কাল-সম্পর্কিত ধারণার অন্তর এবং ঔপনিবেশিকতার ‘স্বভাব’-এর বিভিন্নতার ওপর দাঁড়িয়ে। পোস্টকলোনিয়ালিজ়ম ও ডিকলোনিয়ালিটি— এই দুই শব্দবন্ধের অন্তর এবং দ্বন্দ্ব দুই-ই বহুল আলোচিত। আমরা এই দুইয়ের মধ্যবর্তী স্থানে দাঁড়িয়ে দেখার চেষ্টা করতে পারি, কোথায় তাদের সাম্য, তাদের বৈপরীত্যই-বা কতখানি।
ডিকলোনিয়ালিটির ক্ষেত্রে ঔপনিবেশিক চিন্তাধারার যে সম্পূর্ণ বিসর্জনের প্রক্রিয়া তার থেকে অনেকটাই দূরে দাঁড়িয়ে পোস্টকলোনিয়ালিজ়ম আমাদের নিজস্ব কাহিনিকে আমাদের আখ্যানসম্ভাবনার মধ্যে ফিরিয়ে আনতে চায়। এবং এটাই হয়ে ওঠে ঔপনিবেশিকতার বিরুদ্ধে তার চ্যালেঞ্জ।