বর্তমান সংখ্যা
বিজ্ঞান সাহিত্য ও সময়ের
নির্মাণ
ইম্যাজিনেশন বা কল্পনার এক গভীর সংযোগ যে সায়েন্স ফিকশনে আছে এবং তা যে অনেকটাই বিজ্ঞান বা বিজ্ঞান গবেষণা নির্ভর সেকথা কোনোভাবেই অস্বীকার্য নয়। কিন্তু তা সাধারণ সাহিত্যেও ইদানীং ক্রমশ দেখতে পাওয়া যাচ্ছে এই কারণে যে দেশ-কাল-বিশ্বব্রহ্মাণ্ড সম্পর্কিত জ্ঞান ও বোধ এই শতাব্দীর ২৪-২৫ বছরে ভীষণই বদলে গিয়েছে– বিজ্ঞানের নতুন নতুন আবিষ্কারে, যোগাযোগ মাধ্যম ও টেকনোলজির প্রভূত ব্যবহারে। আর এটা যত ঘটছে তত সব কিছু থেকে বিচ্ছিন্নতা ঘটছে মানুষের, বিশেষ করে পরিবেশ ও প্রকৃতি থেকে। তাই মনে হয় মানুষের অস্তিত্বের এক নতুন সংজ্ঞা অপেক্ষা করে আছে এই পৃথিবী ও পৃথিবীবাসীকে চরম সংকট ও প্রায় ধ্বংসের থেকে উদ্ধার করে আনতে— সেটা অর্থনীতি-সমাজনীতির দিক থেকে যতটা গুরুত্বপূর্ণ ততটাই গুরুত্বপূর্ণ সংস্কৃতির দিক থেকে।